আমরা কি সত্যিই চলচ্চিত্রকে ভালোবাসি
সেকেন্ডে চব্বিশ ফ্রেমের প্রেমে পড়া লোকের সংখ্যা গুণে শেষ করা যাবে না। এই প্রেমিকদের অধিকাংশই দর্শক। তাদের দিকে তাকিয়েই চলচ্চিত্র নির্মাণে প্রযোজক পয়সা ঢালেন, তাদের উপর চলচ্চিত্রের জাদুপ্রভাব দেখেই ছক পরিকল্পনা করে রাষ্ট্র। এখানে ভ্লাদিমির লেনিনকে স্মরণ করতেই হয়। রাষ্ট্রনায়কদের ভেতর তিনিই প্রথম চলচ্চিত্রের শক্তিকে অনুধাবন করতে পেরেছিলেন। মস্কোতে তৈরি করেছিলেন দুনিয়ার প্রথম চলচ্চিত্র বিদ্যালয়। পয়লা বিশ্বযুদ্ধ শেষে ও বিপ্লবী সরকারের যাত্রা শুরুর পরপরই লেনিন বলেছিলেন, অন্য শিল্পের চেয়ে চলচ্চিত্রই হলো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। যে সময় চলচ্চিত্রকে নেহায়েত স্বস্তা বিনোদন হিসেবেই বিবেচনা করা হতো, তখন লেনিন একে বলছেন
পুরোটা