ফরাসি নবতরঙ্গ সঙ্গে নিয়ে চলে গেলেন গদার

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:১২ পিএম ফরাসি নবতরঙ্গ সঙ্গে নিয়ে চলে গেলেন গদার

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তী জঁ-লুক গদার মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চিরবিদায় নিয়েছেন। ৯১ বছর বয়সে মারা যান ফরাসি-সুইস এই পরিচালক। 

১৯৫০ থেকে ৬০-এর দশকের শেষ দিকে ফরাসি চলচ্চিত্রে নতুন তরঙ্গের সূচনা করেছিলেন এই গুণী নির্মাতা। তাঁর অদ্বিতীয় চিত্রায়ণ, মনোমুগ্ধকর নির্মাণশৈলী, আর মৌলিক গল্প দর্শকের মন জয় করেছে যুগের পর যুগ।

১৯৩০ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন গদার। বেড়ে ওঠেন সুইজারল্যান্ডের জেনেভা হ্রদের তীরে। ১৯৪৯ সালে পড়াশোনা শেষ করে প্যারিসে ফেরেন তিনি।

সমালোচক আন্দ্রে বাজাঁ ও পরিচালক ফ্রাঁসোয়া ত্রুফো, ক্লদ শ্যাব্রল ও জ্যাক রিভেটের সঙ্গে সিনেমার ম্যাগাজিন কাইয়ে দু সিনেমায় লিখতে শুরু করেন এই গুণী পরিচালক। তার নির্মিত ‘ব্রেথলেস’ আর ‘কনটেম্পটের’ মতো সিনেমা দশকের পরের দশক ধরে নতুন নির্মাতাদের অনুপ্রাণিত করেছে।

 

কৃতজ্ঞতা: সংবাদ প্রকাশ