৯৫তম একাডেমি এওয়ার্ডসে বাজিমাত করেছে সাইফাই কমেডি ড্রামা "এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স"। ছবির দুই পরিচালক ডেনিয়েল কোয়ান ও ডেনিয়েল শেইনার্টও পেয়েছেন সেরা পরিচালকের তকমা।
এবার অস্কার কর্তৃপক্ষ এশিয়াকে অনেক গুরুত্ব দিয়েছে। তার প্রমাণ শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ গান ও শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের সম্মান এসেছে পর্যায়ক্রমে মালয়েশিয়া ও ভারতে। এছাড়াও মনোনয়নেও ছিলো এশীয়দের শক্ত অবস্থান। আন্তর্জাতিক সেরা ছবির পুরস্কার গেছে জার্মানিতে।
চলচ্চিত্র দুনিয়ার সম্মানজনক এই পুরস্কার ঘোষণা করা হয় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ১২ মার্চ রাতে (তখন বাংলাদেশে ১৩ মার্চ ভোর)।
এক নজরে ৯৫তম অস্কার জয়ীর তালিকা
সেরা চলচ্চিত্র
এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা
ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী
মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেতা
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেত্রী
জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
উইমেন টকিং (সারাহ পলি)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
গুইলারমো দেল তোরো’স পিনোকিও
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য এলিফ্যান্ট হুইসপারার্স
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
সেরা মৌলিক গান
নাটু নাটু (ট্রিপল আর)
সেরা শব্দ
টপ গান : ম্যাভেরিক
সেরা চলচ্চিত্র সম্পাদনা
এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স
সেরা পোশাক পরিকল্পনা
ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার