তথ্যচিত্র দিয়ে স্বর্ণ ভালুক ঘরে নিলেন ফিলিবে

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৮:৩২ পিএম তথ্যচিত্র দিয়ে স্বর্ণ ভালুক ঘরে নিলেন ফিলিবে

প্রায় দশ বছর পর নতুন তথ্যচিত্র নিয়ে ফিরেই চমকে দিলেন স্বনামখ্যাত প্রামাণ্যচিত্রকার নিকোলা ফিলিবে। সব পূর্বানুমান ভুল প্রমাণ করে, এই ফরাসি নির্মাতার তথ্যচিত্র ‘অন দ্য অ্যাডাম্যান্ট’ জিতল বার্লিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার। গত শনিবার ৭৩তম বার্লিন উৎসবের সমাপনী দিনে ফিলিবের হাতেই তাই শোভা পেল স্বর্ণ ভালুক। ফিলিবের তথ্যচিত্রটি প্যারিসের একটি ভাসমান ডে কেয়ার সেন্টার নিয়ে, যেখানে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দেখভাল করা হয়।

বার্লিন উৎসবে ছিল আরও অনেক চমক, যার মধ্যে অন্যতম মাত্র আট বছর বয়সী অভিনয়শিল্পী সোফিয়া ওতেরোর পুরস্কার জয়। অভিনয়শিল্পী বিভাগে লিঙ্গ বিভাজন রাখেনি বার্লিন কর্তৃপক্ষ, ‘টোয়েন্টি থাউজেন্ড স্পিশিজ অব বিজে’ অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পী (সিলভার বিয়ার ফর লিডিং পারফরম্যান্স) হয়েছে স্প্যানিশ অভিনেত্রী সোফিয়া। পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় সোফিয়া জানায়, সে খুবই খুশি। অভিনয়ের জন্য বাকিটা জীবন উৎসর্গ করার ইচ্ছাও সে প্রকাশ করে। ছবিটিতে ট্রান্সজেন্ডার বালিকার চরিত্র করেছে সোফিয়া। বার্লিনে প্রদর্শনের পর থেকেই অবশ্য সমালোচকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ‘টোয়েন্টি থাউজেন্ড স্পিশিজ অব বিজ’ সিনেমাটিকে।

স্বর্ণ ভালুক ছাড়া সেরা পরিচালকের রৌপ্য ভালুকও গেছে ফ্রান্সের ঘরে। ‘দ্য প্লাউ’য়ের জন্য সেটি জিতেছেন ৭৪ বছর বয়সী নির্মাতা ফিলিপ গ্যারেল। পুরস্কারটি নিজের সন্তান ও প্রয়াত নির্মাতা জঁ-লুক গোদারকে উৎসর্গ করেন গ্যারেল। এ ছাড়া বার্লিন উৎসবে গ্রান্ড জুরি পুরস্কার জিতেছে জার্মান সিনেমা ‘আফায়ার’।

বার্লিন উৎসবে মাত্র ৩২ বছর বয়সে প্রধান জুরি হয়ে ইতিহাস গড়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সমাপনী দিনে এবারের উৎসবকে ‘প্রথা ভাঙা’ বলে অবহিত করেন এই মার্কিন অভিনেত্রী। তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে আমরা জুরিরা নিজেরাই নিজেদের প্রশ্ন করেছি—কী হলে সিনেমাকে সিনেমা বলা যায়?’ স্বর্ণ ভালুক পুরস্কারের জন্য ‘অদৃশ্য বৈশিষ্ট্য’ নির্ধারণ করেছেন বলেও জানান। তিনি বলেন, ‘কিভাবে শিল্পকর্মকে মূল্যায়ন করা হবে, কিভাবে ভাগ করা হবে, সেটা এবারের প্রথা ভাঙা উৎসব আমাদের বিস্তারিতভাবে ভাবনাচিন্তার সুযোগ করে দিয়েছে।’

১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বার্লিন উৎসব। চলতি বছর প্রতিযোগিতা বিভাগে লড়েছে ১৯টি সিনেমা, যেগুলোর মধ্যে মাত্র একটি ছিল তথ্যচিত্র। সেটিই শেষ পর্যন্ত বাজিমাত করেছে।

(কৃতজ্ঞতা: প্রথম আলো)