কানের ৭৬তম আসরে জুরি প্রধান রুবেন ওস্টলান্ড

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:৩৬ পিএম কানের ৭৬তম আসরে জুরি প্রধান রুবেন ওস্টলান্ড

পাম ডি'ওর জেতার এক বছর পরই কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে মূল বিচারক পরিষদের সভাপতি হতে যাচ্ছেন সুইডিশ চলচ্চিত্র পরিচালক রুবেন ওস্টলান্ড। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কানের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এই খবর জানানো হয়। 

অস্কার-মনোনীত এই পরিচালক সর্বশেষ "ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস" ছবিটির জন্য স্বর্ণপত্র জিতেছিলেন। ২০২২ সাল ছাড়াও ওস্টল্যান্ড ২০১৭ সালেও একবার পাম ডি'ওর জেতেন "দ্য স্কয়ার" ছবির জন্য। এর আগে, তিনি 'আঁ সাখতা হোইগাখ' বিভাগে জুরি পুরস্কার বিজয়ী হয়েছিলেন। 

এক প্রতিক্রিয়ায় ওস্টলান্ড বলেন, "কান ফেস্টিভালে এই বছরের প্রতিযোগিতার জন্য জুরি সভাপতি হতে পেরে আমি আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ।" 
ইংগ্রিড বার্গম্যানের পর গত ৫০ বছরে তিনি দ্বিতীয় সুইডিশ চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি কানে জুরি প্রধান হতে যাচ্ছেন।

ওস্টলান্ড সম্পর্কে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, "জুরি সভাপতি হিসেবে রুবেনকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে, কান চলচ্চিত্র উৎসব এমন চলচ্চিত্রকে সম্মান জানাতে চায় যে ছবিগুলো আপোসহীন ও স্পষ্টভাষী, যা দেখে দর্শকরা চ্যালেঞ্জ বোধ করবেন এবং শিল্প নিজেকে পুনরাবিষ্কার করবে।"  

ওস্টলান্ড "ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস" ছবিটির জন্য অস্কারে সেরা মৌলিক চিত্রনাট্য এবং পরিচালনা বিভাগে মনোনীত হয়েছেন।