১৯৯৮ সালের বন্যা। বানভাসী শিশুদের জন্য আহমদ ছফা ও ডক্টর হোসেন জিল্লুর রহমানের উদ্যোগে ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে’র পক্ষ থেকে তখন একটি আপদকালীন স্কুল খোলা হয়েছিল। সেই স্কুল কর্মকাণ্ডের ভিডিওচিত্র ধারণ করে রাখে পিপিআরসি। আজকের এই আয়োজনে ভিডিওটি প্রচারের অনুমতি দিয়েছেন হোসেন জিল্লুর রহমান ও আহমদ ছফার আত্মীয় নূরুল আনোয়ার। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। এই প্রামাণ্যচিত্রে আহমদ ছফার সাক্ষাৎকার রয়েছে আর রয়েছে তাঁরই লেখা ‘মানুষ দাঁড়াবে তবু’ কবিতার আবৃত্তি।