৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ১০:৫০ এএম ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা

৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে গেল গত ১৭ থেকে ২৮ মে পর্যন্ত। উৎসবের শেষদিন ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। নিচে তা দেয়া হলো।

 

মূল প্রতিযোগিতা বিভাগ

পাম ডি’ওর: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেল অস্টলান্ড, সুইডেন)

গ্র্যাঁ প্রি (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনিস, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ঢন্ট, বেলজিয়াম)

সেরা পরিচালক: পার্ক চ্যান-উক (ছবি: ডিসিশন টু লিভ, দক্ষিণ কোরিয়া)

সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)

সেরা অভিনেত্রী : জার আমির-ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)

সেরা অভিনেতা : সং কাং-হো (ছবি : ব্রোকার, দক্ষিণ কোরিয়া)

জুরি প্রাইজ (যৌথভাবে) : দ্য এইট মাউন্টেনস (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)

কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)

পাম ডি’ওর স্বল্পদৈর্ঘ্য: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)

স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): লরি/ মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)   

 

আঁ সাখতা হোইগাদ বিভাগ

সেরা ছবি: দ্য ওর্স্ট ওয়ানস (লাইস আকোকা ও রোমান গুরেত, ফ্রান্স)

জুরি প্রাইজ: জয়ল্যান্ড (সায়িম সাদিক, পাকিস্তান)

সেরা পরিচালক: আলেসান্দ্রু বেল্ক (মেট্রোনম, রোমানিয়া)

সেরা অভিনয়/ পারফরমেন্স (যৌথ): ভিকি ক্রিপস (ম্যারি ক্রুয়েৎজার পরিচালিত কোরসাজ, জার্মানি) এবং অ্যাডাম বেসা (লতফি নাথান পরিচালিত হারকা, যুক্তরাষ্ট্র)

সেরা চিত্রনাট্য: মেডিটারেনিয়ান ফিবার (মাহা হাজ, জার্মানি)

‘কু দো কুখ’ পুরস্কার: রোডিও (লোলা কিভরন, ফ্রান্স)

 

ক্যামেরা ডি’ওর

সেরা কাজ: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)

বিশেষ সম্মাননা: হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)

 

লা সিনেফ (সিনেফঁদাসিয়োঁ)

প্রথম পুরস্কার: আ কন্সপির‍্যাসি ম্যান (ভ্যালেরিও ফেরেরা, ইতালি)

দ্বিতীয় পুরস্কার: সামহোয়ের (লি হিয়াহি, চায়না)

তৃতীয় পুরস্কার (যৌথভাবে):  গ্লোরিয়াস রেভুল্যুশন (মাশা নভিকভা, যুক্তরাজ্য-ইউক্রেন) ও হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার (লরেন ফারনান্দেজ, ফ্রান্স)

 

অনারারি পাম ডি’অর

ফরেস্ট হোয়াইটেকার ও টম ক্রুজ

 

স্বাধীন পুরস্কার

ফিপরেসি পুরস্কার

মূল প্রতিযোগিতা বিভাগ থেকে: লেইলাস ব্রাদার্স (সায়ীদ রুসতায়ী, ইরান)

আঁ সাখতা হোইগাদ বিভাগ থেকে: দ্য ব্লু কাফতান (মারিয়াম তুজানি, ফ্রান্স ও মরক্কো)

প্যারালাল সেকশন: লাভ একর্ডিং টু দালভা/ দালভা (এম্মানুয়েল নিকোট, ফ্রান্স ও বেলজিয়াম) (ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক)

 

ইকুমেনিকাল পুরস্কার

সেরা ছবি: ব্রোকার (হিরোকাজু কোরি-এডা, জাপান)

 

ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক

নেসপ্রেসো সেরা পুরস্কার: লা হাউরিয়া (অদ্রেঁ রামিরেজ পুলিদো, কলোম্বিয়া ও ফ্রান্স)

 

ডিরেক্টর্স ফোর্টনাইট

ইউরোপা সিনেমাস লেভেল সেরা পুরস্কার: ওয়ান ফাইন মর্নিং (মিয়া হানসেন-লভ, ফ্রান্স ও জার্মানি)