৭৬তম কান চলচ্চিত্র উৎসবে শিকে ছিঁড়ল যাদের

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৬:৫৪ পিএম ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে শিকে ছিঁড়ল যাদের
ছবি ঋণ: কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেইজ

পর্দা নামল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। গত ২৭ মে কানের সাল দো প্যালেতে, সন্ধ্যায় ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। এবার সর্বোচ্চ সম্মাননা, পাম দ'অর জিতে নিয়েছে ফ্রান্সের পরিচালক জাসটিন থ্রিয়ের বানানো ছবি 'অ্যানাটমি অব ফল'। উৎসবটি শুরু হয় ১৬ মে। এগারো দিন ধরে চলা এই উৎসবে এবার জুরি প্রধান ছিলেন সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্দ। তাঁর বানানো 'ট্রায়াঙ্গেল অব স্যাডনেস' গতবার পাম দ'অর জিতে নিয়েছিল। 

৭৬তম উৎসবের পোস্টারে সম্মান জানানো হয় প্রখ্যাত অভিনেত্রী ক্যাথরিন দোন্যুভকে। উৎসবের উদ্বোধনীদিনে দেখানো হয় মায়িওয়েন পরিচালিত ছবি 'জন দ্যু বারি'। আর উৎসব শেষ হয় পিক্সারের ফিচার ফিল্ম, পিটার শন পরিচালিত 'এলিমেনটাল' দিয়ে।

চলুন দেখে নেওয়া যাক, এবারের আসরের উল্লেখযোগ্য পুরস্কার ও বিজয়ীদের নাম।

 

মূল প্রতিযোগিতা

পাম দ'ওর: অ্যানাটমি অব ফল ( পরিচালক: জাসটিন থ্রিয়ে)
গ্রাঁ প্রি: দ্য জোন অব ইন্টারেস্ট (পরিচালক: জোনাথন গ্লেজার)
জুরি প্রাইজ: ফলেন লিভস (পরিচালক: আকি কাউরিসমাকি)
সেরা পরিচালক: ট্রান আন হাং (ছবি: দ্য পট-অ-ফ্যু)
সেরা অভিনেত্রী: মার্ভ দিজদার (ছবি: অ্যাবাউট ড্রাই গ্রাসেস)
সেরা অভিনেতা: কোজি ইয়াকুশো (ছবি: পারফেক্ট ডেজ)
সেরা চিত্রনাট্য: ইউজি সাকামোটো (ছবি: মনস্টার)

আঁ সাখতা হোইগাখ

আঁ সাখতা হোইগাখ প্রাইজ: হাউ টু হেভ সেক্স (পরিচালক: মলি ম্যানিং ওয়াকার) 

অনারারি পাম দ'অর: মাইকেল ডগলাস ও হ্যারিসন ফোর্ড

ক্যামেরা দ'অর: ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল (পরিচালক: ফাম তিয়েন আন)

শর্ট ফিল্ম পাম দ'অর: ২৭ (পরিচালক: আনা বুডা)

ফিপ্রেসি প্রাইজ

মূল প্রতিযোগিতা: দ্য জোন অব ইন্টারেস্ট (পরিচালক: জোনাথন গ্ল্যাজার)
আঁ সাখতা হোইগাখ: দ্য সেটলার্স (পরিচালক: ফেলিপ গালভেজ)
প্যারালাল সেকশন (ফার্স্ট ফিচার): পাওয়ার অ্যালে (পরিচালক: লিলা হালা)

পাম ডগ অ্যাওয়ার্ড: মেসি (অ্যানাটমি অব আ ফল ছবিতে স্নুপের ভূমিকায় অভিনয়ের জন্য)