ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের আহ্বান রবার্ট ডি নিরোর

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৮:১৪ এএম ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের আহ্বান রবার্ট ডি নিরোর

ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। রোববার (২৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তিনি যুদ্ধের বিরোধিতা করে বলেন, "আপনাদের উঠে দাঁড়াতে হবে, বলতে হবে, এটা আপনি করতে পারেন না, এটা ভুল। এই ধরনের আগ্রাসন বন্ধে আমাদের কিছু করতেই হবে।"

রবার্ট ডি নিরোকে এক পলক দেখার জন্য অনুষ্ঠান শুরুর আগে থেকেই সিটি সেন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুশো বছরের পুরনো ডিবেটিং সোসাইটি ক্যামব্রিজ ইউনিয়নের ডাকে সাড়া দিয়েই এই অভিনেতা নিউইয়র্ক থেকে উড়ে আসেন। হলভর্তি শ্রোতাদের উদ্দেশ্যে নিরো ইউক্রেন সংকট নিয়ে বলেন, "আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেনে এখন কি হচ্ছে।...এটা এমনকি গণতন্ত্রের বিষয় নয়, এটি ন্যায় ও অন্যায়ের বিষয়।"

রাশিয়ার উপর চাপানো আন্তর্জাতিক অবরোধ আসলে কাজ করবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন নিরো। এসময় তিনি ইউক্রেনের যুদ্ধ দীর্ঘসময় ধরে চলতে পারে বলেও শঙ্কার কথা জানান।