১৬তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

উদ্বোধনী দিনে আজীবন সম্মাননা পেলেন দুই নির্মাতা

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৬:৪৭ পিএম উদ্বোধনী দিনে আজীবন সম্মাননা পেলেন দুই নির্মাতা
উদ্বোধনী মঞ্চে জানানো হচ্ছে সম্মাননা। ছবি: আশিক খান

শুরু হলো ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ।

এবারের উৎসবে ১৩০ দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবের শর্টফিল্মগুলো মোট ৭টি ভেন্যুতে দেখানো হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। রাজশাহী ও চট্টগ্রামে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে ট্রাভেলিং ফেস্টিভ্যাল শিরোনামে। 

অনুষ্ঠানে হীরালাল সেন আজীবন সম্মাননা দেওয়া হয় চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল ও প্রামাণ্যচিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদকে।

১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্য থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করেছে। ২৫ ফেব্রুয়ারি  শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।