রুশ সেনাবাহিনী ইউক্রেনের মাটিতে। বলা হচ্ছে এই যুদ্ধের ভেতর দিয়ে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। এমন পরিস্থিতির ভেতর রুশ আগ্রাসনকে ক্যামেরাবন্দী করতে ইউক্রেনে অবস্থান করছেন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক শ্যন পেন। তিনি ভাইস স্টুডিয়োর পক্ষ থেকে এই প্রামাণ্যচিত্র নির্মাণের কাজটি করছেন। স্টুডিয়োর পক্ষ থেকেই এই খবরটি গণমাধ্যমকে জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এরইমধ্যে দেখা করেছেন শ্যন পেন। দেশটিতে রুশ হামলার চিত্র শুরু থেকেই সংগ্রহ করে রাখার কাজ যৌথভাবে করছে ভাই ওয়ার্ল্ড নিউজ ও এনডোভর কনটেন্ট। তবে শ্যন পেন ঠিক কোথায়, কিভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন, তার নিরাপত্তা কারা দিচ্ছেন, সেসব ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে শ্যন পেনের আসার খবরটি নিশ্চিত করে বলা হয়, তিনি রাজধানী কিয়েভ এসেছেন সাম্প্রতিক ঘটনা ও রুশ আগ্রাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং তা বিশ্ববাসীকে জানাতে। সাহস ও সততা দেখানোর জন্য ওই বার্তায় শ্যন পেনকে ধন্যবাদ জানানো হয়।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে অনেক আগে থেকেই প্রামাণ্যচিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন পেন। সরকারী বিবৃতি থেকে আরো জানা যায়, গত নভেম্বরেও তিনি ইউক্রেন সফর করেছেন।
অস্কার-জয়ী শ্যন পেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সংকটকালে ছুটে বেড়ান এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করে থাকেন।