ইউক্রেন সংকটে বার্লিনালের শান্তির আহ্বান

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৫:০৩ পিএম ইউক্রেন সংকটে বার্লিনালের শান্তির আহ্বান

ইউক্রেনে রুশ সামরিক হামলার ঘটনায় যখন পুরো পৃথিবী শঙ্কা ও উত্তেজনার ভেতর আছে, তখন চুপ করে বসে নেই রাশিয়ার অন্যতম মিত্র জার্মানির চলচ্চিত্র সমাজ। বার্লিন ফিল্ম ফেস্টিভাল অফিশিয়ালিই জানিয়ে দিয়েছে তারা তাদের ইউক্রেনীয় বন্ধুদের নিয়ে চিন্তিত।

নিজেদের বিবৃতিতে বার্লিনাল জানায়, “আমরা যারা চলচ্চিত্র উৎসবকর্মী, শিল্পী ও নির্মাতা—ইউক্রেনের বন্ধুদের নিয়ে গভীরভাবেই চিন্তিত এবং আমরা তাদের পাশে থেকে শান্তির আহ্বান জানাই।”।

মুক্তবিশ্বের পক্ষে বার্লিনাল আরো জানায়, তারা স্বাধীনতার ধারণাকেই কেন্দ্রে রাখতে চায় সবসময় এবং তারা বিশ্বাস করে পূর্ব ও পশ্চিমের মিলনে।

বিবৃতির শেষে বার্লিনালের পক্ষ থেকে আরো বলা হয়, “চলচ্চিত্র সমাজকে এবং ইতিহাসের গতিমুখ পরিবর্তন করতে পারে না, তবে এটি মানুষের মন পরিবর্তনে সহায়তা করতে পারে। চলচ্চিত্র আমাদের বলছে, দুনিয়া এরইমধ্যে যথেষ্ট অনিশ্চিত অবস্থার ভেতর আছে, এর ভেতর নতুন করে দুর্ভোগ ও ধ্বংস যোগ করার প্রয়োজন নেই।”