২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর শুরু হতে যাচ্ছে আগামী বছরের ১৪ জানুয়ারি। উৎসব শুরু হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘জেকে ১৯৭১’ দিয়ে। এমনটাই জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
‘জেকে ১৯৭১’ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের সময় ফরাসি যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। তাঁর ছবিটি উৎসবের উদ্বোধনী দিনে দেখাতে পেরে বেশ গর্ব বোধ করছেন বলে সিনেমা দর্শনকে জানান উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, “ফাখরুল আরেফিন একসময় আমাদের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর এবার তারই ছবি দিয়ে উৎসব শুরু হবে, এটি আমাদের জন্য গর্বের।”
জমা পড়া শতাধিক ছবির ভেতর ‘জেকে ১৯৭১’ প্রতিযোগিতা করবে বাংলাদেশ প্যানোরামা শাখায়। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে ফাখরুল আরেফিন খান গণমাধ্যমকে বলেন, "আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী সিনেমা মানে অনেক সম্মানের বিষয়। ভালো লাগছে। উৎসবে দেশ–বিদেশের পরিচালক, সমালোচক থাকবেন, দেশের অনেক দর্শক সিনেমাটি দেখবেন। স্বাধীনতার ৫০ বছর পর এমন একটি গল্প দর্শকদের দেখানো আমার জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা হবে।’
চলচ্চিত্রটি এরইমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘এবার আমরা আর্টফিল্মগুলোকে গুরুত্ব দিয়েছি। সব জনরার ছবিই রাখার চেষ্টা করছি। কিন্তু এই ধরনের উৎসব আয়োজনের ক্ষেত্রে প্রধান বাধা পৃষ্ঠপোষকতা। সংস্কৃতির চর্চা চালিয়ে যেতে সবার এগিয়ে আসা দরকার।`