ইউক্রেনে আগ্রাসনের জেরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও সমস্যার মুখে পড়তে যাচ্ছে রাশিয়া।
আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসব শুরুর প্রাক্কালেও (উৎসব শুরু হবে ১৭ মে, চলবে ২৮ মে পর্যন্ত) যদি রাশিয়া তাদের আগ্রাসন চালিয়ে যায়, তবে এ বছর কানের ৭৫তম আসরে রুশ সরকারের কোনো প্রতিনিধি বা সম্পৃক্ত কোনো ব্যক্তিকে উৎসবে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
তবে ব্যক্তি হিসেবে রুশ চলচ্চিত্র পরিচালকরা কান উৎসবে অংশ নিতে পারবেন। এমনকি উৎসবের অফিশিয়াল সিলেকশনে রুশ চলচ্চিত্রের অংশগ্রহণে কোনো বাঁধা থাকবে না।
উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "...ইউক্রেনের উপর অন্যায় ও হামলা চালানোর প্রতিবাদে যারা রাশিয়ায় প্রতিবাদ জানানোর মতো সাহস দেখিয়েছেন তাদের আমরা অভিবাদন জানাই। তাদের ভেতর আছেন শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি, তারা কখনোই বর্তমান শাসক, যারা অসহনীয় কাণ্ড ঘটাচ্ছে এবং ইউক্রেনে বোমা ফেলছে, তাদের বিরুদ্ধে নিজেদের লড়াই থামিয়ে দেননি।"
কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে রাশিয়ায় যখন সরকারিভাবে প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছিল, ঠিক তখনি ফ্রান্স থেকে উৎসব কর্তৃপক্ষ তাদের বিবৃতি প্রকাশ করে।
ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে এরইমধ্যে ইউরোপীয় অনেক চলচ্চিত্র উৎসব ও আয়োজন রাশিয়ার চলচ্চিত্রের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি (ইএফএ) গত মঙ্গলবার (১ মার্চ) জানিয়ে দিয়েছে তারা এবছর ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড থেকে সকল রুশ চলচ্চিত্রকে বাদ দিয়েছে। এ ব্যাপারে তারা অন্যদের পদক্ষেপকেও সমর্থন জানাবে। গ্লাসগো চলচ্চিত্র উৎসব এরইমধ্যে দুটি রুশ চলচ্চিত্রের প্রদর্শনী বাতিল করেছে।
জাতিসংঘের পরিসংখ্যান মতে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনে মারা গেছে ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক লোক। আহত হয়েছে চার শতাধিক। ঘর ছেড়েছে ৫ লাখেরও বেশি মানুষ।