ঢাবিতে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’

সিনেমা দর্শন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:১০ পিএম ঢাবিতে চলছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে শুরু হয় ২২ ফেব্রুয়ারি, এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে এই উৎসবের ২০তম আসরের। উৎসবে নির্বাচিত ছবিগুলো ৫০ টাকা টিকিটে দেখা যাবে।

 

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের প্রথমদিন (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শিত হয় সত্যজিৎ রায় পরিচালিত ‘আগন্তুক’। এদিন দুপুর ১টায় প্রদর্শিত হয় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হয় মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।