চলছে ১২তম দার্শনিক চলচ্চিত্র উৎসবে কাজ জমা দেয়ার মৌসুম। আগামী ২ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবটি। যারা নিজেদের চলচ্চিত্রকে দার্শনিক ভাবনায় সমৃদ্ধ মনে করেন তারা আগামী ২০ মার্চ পর্যন্ত নিজেদের কাজ জমা দিতে পারবেন।
দর্শনকে ধারণ করা চলচ্চিত্র নিয়ে এই ব্যতিক্রমী উৎসবটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী নর্থ মেসেডোনিয়ায়র রাজধানী স্কোপজেতে। এর আয়োজন করে ফিলোসফিকাল সোসাইটি অব মেসেডোনিয়া। দার্শনিক চিন্তাকে ধারণ করে, উস্কে দেয় অথবা বয়ান করে এমন চলচ্চিত্রই প্রদর্শন করা হয় এই উৎসবে। এই উৎসবে শুধু কাহিনীচিত্র জমা দেওয়া যায়, প্রামাণ্যচিত্র নয়। ২০২১ থেকে ২০২২ সালে করা দার্শনিক ভাবনা সমৃদ্ধ কাহিনীচিত্র ইংরেজি সাবটাইটেল করে জমা দিতে হবে।
এই উৎসবে জুরি অ্যাওয়ার্ড, অডিয়েন্স অ্যাওয়ার্ড জয়ী এবং বেস্ট শর্ট ফিল্ম পদ জয়ী ছবিকে 'গোল্ডেন আউল' বা স্বর্ণ পেঁচা' দেয়া হয়। স্পেশাল মেনশন 'স্টেফান সিডোফস্কি-সিডো' পুরস্কার দেয়া হয় একটি শর্টফিল্মকে। বিস্তারিত দেখতে ক্লিক করুন এই লিংকে: Philosophical Film Festival