বাংলাদেশের চলচ্চিত্র ও ওয়েব সিরিজ এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাড়া জাগাচ্ছে। প্রেক্ষাগৃহে টেনে আনছে দর্শককে। বসিয়ে দিচ্ছে ব্যক্তিগত যন্ত্র বা ডিভাইসের সামনে। বাণিজ্যিক ছবির কাহিনি যেমন লোকে লুফে নিচ্ছে, তেমনি প্রশংসিত হচ্ছে মিডল সিনেমার প্লটগুলোও। তবে এই দৌঁড়ে বরাবরের মতোই পিছিয়ে রয়েছে আর্ট ফিল্ম। পিছিয়ে থাকাটাই স্বাভাবিক। বৌদ্ধিক ও শিল্পসম্মত ছবি দেখে অনুধাবন করার মতো শিক্ষিত দর্শক বিপুল আকারে আমরা এখনো তৈরি করতে পারিনি।
রুচিশীল দর্শক তৈরি না হওয়ার পেছনে একটি বড় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা। একে তো আমরা বাংলা মাধ্যমে শিক্ষাদানকে অনুৎসাহিত করে ইংরেজি মাধ্যমকে বেশি গুরুত্ব দিচ্ছি। এতে বাংলায় ভালো আধেয় সৃজনের সম্ভাবনা কমে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা যা শিখছে এবং যেভাবে শিখছে, তা শিল্প সৃষ্টি ও উন্নত কাজকে তারিফ করার মতো জ্ঞান সে অর্জন করতে পারছে না। এই না পারাটা ব্যক্তির ব্যর্থতা নয়। সামাজিক ব্যর্থতা। ব্যর্থতা কাটিয়ে উঠতে যে সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, সর্বপ্রথম আমাদের সেটা বুঝে উঠতে হবে। পরিতাপের বিষয় আমরা আসলে বুঝতেই পারছি না, আমাদের যে গোড়ায় গলদ রয়ে যাচ্ছে।