গত দুই-আড়াই বছর ধরেই বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা আশার আলো শুধু নয়, টানেলের শেষ প্রান্তে যে অপার সম্ভাবনা অপেক্ষা করছে সেটাও দেখিয়ে দিচ্ছেন অবলীলায়। গত বছরের 'রেহানা মরিয়ম নূর' (২০২১) থেকে শুরু করে এবছরের 'হাওয়া' (২০২২) পর্যন্ত, বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক মানদণ্ডকে স্পর্শ করছে। এছাড়াও বাণিজ্যিক ছবি হিসেবে এবছর 'দিন-দ্য ডে' বা 'পরান' ছবিগুলোও অনেক মানুষ টিকিট কেটে দেখেছে। মোদ্দা কথা প্রেক্ষাগৃহে ফিরতে শুরু করেছে দর্শক। তবে এখানে ভুলে গেলে চলবে না, মধ্যবিত্ত শ্রেণিই এই নতুন ধরনের স্বাধীন ও বাণিজ্যিক ছবির ভোক্তা। স্বাধীন ও বাণিজ্যিক ঘরানার নির্মাতাগণ এই শ্রেণিকেই প্রতিনিধিত্ব করছে তাদের কাজের ভেতর দিয়ে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা ছাড়াও পরিবারের সদস্যরা মিলে সিনেমা হলে আসছে দেশী ছবি দেখতে। মজার বিষয় টিকিট বিক্রিতে খুব কম সময়েই একটি টিকিট বিক্রি হচ্ছে, এর বদলে বিক্রি হচ্ছে ন্যূনতম তিনটি থেকে দশ-বারোটি পর্যন্ত। অর্থাৎ মানুষ দলে দলে হলে প্রবেশ করছেন। এখন প্রশ্ন হলো, এই জোয়ার কি অটুট থাকবে? থাকবে, যদি বছরে কমপক্ষে আটটি দর্শকপ্রিয় ছবি উপহার দেওয়া যায়, স্বাধীন, শিল্পসম্মত ও চিন্তাশীল চলচ্চিত্রের পাশাপাশি বাণিজ্যিক ছবির মুক্তিও নিয়মিত হতে হবে। তাহলেই এই জোয়ার অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ ভালো সিনেমা দেখতে চায়। প্রশ্ন হলো, নির্মাতারা কতটুকু সেটার জন্য প্রস্তুত?