দুনিয়ায় দুই-দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে। সেগুলো নিয়ে বিস্তর সিনেমাও নির্মিত হয়েছে। এই দুটি যুদ্ধের বাইরে পৃথিবীতে আরো কত যে যুদ্ধ হয়েছে তার ইয়ত্তা নেই। সেসবের আখ্যানও রূপালী পর্দার টানাপোড়েনে মূর্ত হয়েছে দর্শকের সামনে। কিন্তু সেসব দৃশ্যের ব্যাখ্যান কি যুদ্ধ বন্ধ করতে পেরেছে? পারে নি, পারে না, সিনেমা যুদ্ধ করতে পারে না।
ইউক্রেনের উপর রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ অথবা উল্টো করে বললে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোর উস্কানিতে রাশিয়ার বাধ্য হয়ে যুদ্ধ করা থামাতে পারেনি সিনেমা। তবে সিনেমা যা করতে পারে তা হলো মানুষের মনের ভেতরে শুভ বুদ্ধির উন্মেষ ঘটানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। কিন্তু কথা হলো চোর কি ধর্মের কথা শোনে? যুদ্ধবাজ কিংবা পুঁজির পূজারী কি শান্তি ও দানের মহিমা বুঝবে?
আমরা চাই দুনিয়ায় সকল যুদ্ধের অবসান হোক। পাশাপাশি ন্যাটোর মতো সামরিক জোটেরও অবসান হোক। আমরা যুদ্ধ চাই না। শুভ বুদ্ধির উন্মোচন চাই।